অত্র ইউনিয়ন পরিষদটি বর্তমান ২নং আলগী দূর্গাপূর উত্তর এবং ৩নং আলগী দূর্গাপুর (দঃ) ইউনিয়ন পরিষদের সমন্বয়ে ১৩টি মৌজা নিয়ে একটি মাত্র ইউনিয়ন ছিল। ১৯৫৯ ইং সনে মৌলিক গনতন্ত্র আদেশ জারীর পর ৭টি মৌজা নিয়া বর্তমান অত্র ২নং আলগী দূর্গাপুর (উঃ) ইউনিয়নটি গঠিত হয় । বাকি ৬টি মৌজা নিয়ে ৩নং আলগী দূর্গপুর (দঃ) ইউনিয়ন পরিষদ গঠিত হয় । অত্র ইউনিয়নের জনসাধারন শান্তি প্রিয় ও আইন শৃঙ্খলার প্রতি অনুগত। ১৯৭১ইং সনের মহান স্বাধীনতা সংগ্রামে অত্র ইউনিয়নের জনসাধরন স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ন্য ভূমিকা পালন করিয়াছে।
কাল পরিক্রমায় আজ ২নং আলগী দূর্গাপূর উত্তর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ২নং আলগী দূর্গাপুর (উঃ) ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ( বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩০২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের নাম, গ্রামের সংখ্যা ও লোকসংখ্যা
১। নয়নী লক্ষ্মীপুর - ৬৫৬০ জন
২। ভিংগুলিয়া -৭২১৩ জন
৩। কমলাপুর - ৫৭১৪ জন
৪। উত্তর আলগী - ৫১৯১ জন
৫। ছোটলক্ষীপুর -৪৪৬২ জন
৬। মহজমপুর - ৩৯১৬ জন
৭। লামচরি - ২০০৪ জন
সর্বমোট জনসংখ্যা = ৩৫,০৬০ জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঙ) মৌজার সংখ্যা – ৭ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৭ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ২৩%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
শিক্ষা প্রতিষ্ঠান নামঃ--
কলেজ |
নাই। |
মাধ্যমিক বিদ্যালয় |
১।দূর্গাপুর উচ্চ বিদ্যালয় ২। বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় ৩। কে'ভিএন উচ্চ বিদ্যালয়। |
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় |
নাই। |
প্রাথমিক বিদ্যালয় |
১। ৯নং নয়নী লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২। ১নং বাজাপ্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩। ১৩ নং মধ্য ভিংগুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪। ১২ নং ভিংগুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫। পূর্ব ভিংগুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬। কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৭। দূগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮। ৫নং খুদিয়া বাজাপ্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯।১০ নং ছোটলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০।১৪নং পশ্চিমচর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১১। মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১২। ৭নং পূর্বচর কৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৩। ৬১নং রশিদিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। ১৪। দক্ষিণ কমলাপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়। |
মাদ্রাসা |
১। কমলাপুর দাখিল মাদারাসা। ২। জামিলীয়া মহিলা দাখিল মাদরাসা। ৩। লামচরি দাখিল মাদরাসা। ৪। ছোটলক্ষীপরু হাফেজিয়া মাদরাসা। ৫। পশ্চিম ভিংগুলিয়া হাফেজিয়া মাদরাসা। ৬। নয়ানী লক্ষিপুর কাছেমুল উলুম মাদরাসা। |
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মনির আহমেদ (দুলাল) পাটোয়ারী।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৫৯ ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
১। নয়নী লক্ষ্মীপুর ২। ভিংগুলিয়া ৩। কমলাপুর ৪। উত্তর আলগী
৫। ছোটলক্ষীপুর ৬। মহজমপুর ৭। লামচরি
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১১ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
৪) ইউডিসি কেন্দ্র পরিচাল – ২ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস