অন্যান্য সেবামূলক কার্যক্রমঃ মাতৃত্ত্বকালীন ভাতা, বিজিএফ, বিজিডি, জেলে ভাতা, ১০টাকার কেজি চাল, হতদরিদ্রদের জন্য ৪০দিনের কর্মসূচি,টিআর, কাবিখা, কাবিটা সহ বিভিন্ন সেবায় মৈশাদী ইউনিয়নকে অগ্রাধীকার ভিত্তিতে অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা করিয়াছেন । এই শীতে সব মিলেয়ে প্রায় ১৭০০ (সতেরশ) কম্বল গরিব মেহনতি মানুষের মাঝে বিতরন করা হইয়াছে।
মাদক, বাল্যবিবাহ, ভীক্ষুক মুক্তকরন ও নারীর ক্ষমতায়নে মাননীয় সংসদ সদস্য ডাঃ দিপুমনি অগ্রনি ভূমিকা পালন করিয়া যাচেছন। এতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। মৈশাদী ইউনিয়নের ৯৫ ভাগ মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। বাকী বিদ্যুৎ আয়ন অল্প কিছুদিনের মধ্যে শেষ হইবে বলিয়া আশাবাদ ব্যক্ত করিয়াছেন। অসামাপ্ত কাজগুলি সমাপ্ত করিবার জন্য এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য ইউনিয়ন বাসির কাছে উদাত্ত আহবান রাখিয়াছেন। এই মহিষী নারী নেত্রীর প্রতি মৈশাদী ইউনিয়নের পক্ষ থেকে প্রানঢালা শুভেচছা ও অভিনন্দন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস